ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের জন্য রাইসুল তমাল নির্মাণ করলেন ‘কেউ নেই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ঈদের জন্য রাইসুল তমাল নির্মাণ করলেন ‘কেউ নেই’ ফারহান-বৃষ্টি-তমাল

ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা রাইসুল তমাল নির্মাণ করলেন বিশেষ নাটক ‘কেউ নেই’। এতে বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টি।

পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন নির্মাতা নিজেই।

নাটকের গল্পে দেখা যাবে, অনিক (ফারহান) একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। ক্লাসে যাওয়া-আসাকালীন সময়ে তারই এলাকার কলেজ পড়ুয়া জারার সঙ্গে (তানিয়া বৃষ্টি) চোখাচোখি হয়। আসা-যাওয়ার পথে নাম্বার আদান-প্রদান, ঘুরাঘুরি ও প্রেম। প্রথম প্রেমে অনিক একটু বেশিই আবেগ-তাড়িত হয়ে যায়। একদিন জারাকে কল দিয়ে ওয়েটিংয়ে থাকে অনিক।  

এরপর আর কোনো কথা নেই, অনিক নিজেকেই আঘাত করা শুরু করে। জারাকে সে এইসব বিষয় কখনো বুঝতে দেয় না। কিন্তু জারার সব কিছুতেই খামখেয়ালি। ক্লাস, বাবা-মা, ভবিষ্যত! সে সময়টাকে উপভোগ করাটাকেই বেশি প্রাধান্য দেয়। এই সময় উপভোগ করতে গিয়েই জারা তার সমবয়সী রাসেল, আবীর ও তার ফুপাতো বোনের স্বামীর সঙ্গে নিয়মিত ফোনালাপ, দেখা করতে থাকে নিয়মিতই। এই সবকিছু ঘটে অনিকের অগোচরে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে আরও অভিনয় করেছেন- সুজন হাবিব, তানজিম হাসান অনিক, চাষী আলম, মিলি বাশার, আজম খান, স্কার্লেট অ্যাথেনা প্রমুখ।

ঈদে হিয়া এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটক ‘কেউ নেই’।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।