ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনার মধ্যে গোটা বাড়িটিকেই প্লাস্টিকে মোড়ালেন শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
করোনার মধ্যে গোটা বাড়িটিকেই প্লাস্টিকে মোড়ালেন শাহরুখ

করোনা ভাইরাস বেশ ভালোভাবেই হানা দিয়েছে বলিউডে। ইতোমধ্যে জয়া বাদে গোটা বচ্চন পরিবার করোনায় আক্রান্ত।

রেখা, অনুপম খেরসহ অনেকের বাড়িতেও পড়েছে করোনার থাবা। তাই বলিউড তারকারাও এখন বেশ আতঙ্কে আছেন করোনার কারণে।  

ব্যক্তিগত সুরক্ষার জন্য বলিউড তারকারাও সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন। এরইমধ্যে দেখা গেল শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি ‘মান্নাত’কে প্লাস্টিকের চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এরকম কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ওই ছবিগুলিতে দেখা গেছে, গোটা বাংলোটাকেই প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ‘মান্নাত’-এর এই ছবি নিয়ে অনেকের মনেই কৌতূহল উঁকি দিয়েছে যে, তাহলে কি করোনা সংক্রমণ থেকে বাঁচতেই বলিউড ‘বাদশা’ এমন পন্থা অবলম্বন করেছেন? এ নিয়ে সামাজিক মাধ্যমেও তুমুল হইচই।  

বর্তমানে মুম্বাইয়ের এই করোনা আবহে মান্নাতেই রয়েছেন গৌরী খান, শাহরুখ খান ও তাদের তিন সন্তান সুহানা, আরিয়ান ও আব্রাম। তাই পরিবারকে যাতে কোনওভাবে করোনা সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই কি এই ব্যবস্থা নিলেন শাহরুখ? এরকম প্রশ্ন উঠেছিল।

তবে গোটা ‘মান্নাত’কে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলার কারণটা অন্য। আসলে মুম্বাইতে এখন খুব বৃষ্টি হচ্ছে। আর সেই প্রবল বর্ষণের হাত থেকে বাংলোকে রক্ষা করতেই শাহরুখ তার সাধের বাংলোকে প্লাস্টিকে মুড়ে ফেলেছেন। তবে এই প্রথম নয় যে শাহরুখ গোটা বাংলো প্লাস্টিকে মুড়লেন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রতিবছরই বলিউডের কিং খান নাকি মুম্বাইয়ের বর্ষার মৌসুমে তার প্রিয় বাড়িটিকে প্লাস্টিকে মুড়ে ফেলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।