ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বলিউড তোলপাড় করা কঙ্গনা এবার পুলিশের জেরার মুখে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
বলিউড তোলপাড় করা কঙ্গনা এবার পুলিশের জেরার মুখে কঙ্গনা রনৌত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিনেই একে ‘আত্মহত্যা নয়, হত্যা’ বলে দাবি করেছিলেন কঙ্গনা রনৌত। এরপর একাধিকবার লাইভ ভিডিওতে তিনি তার ঝাঁঝালো বক্তব্য রেখেছেন।

তাই এবার পুলিশি তদন্তে জেরা করা হবে অভিনেত্রীকে। মুম্বাই পুলিশ ইতোমধ্যেই তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে।

সুশান্তের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে সরব হয়েছেন বলিউডের ‘কুইন’। তাকে বলিউডের ‘আয়রন লেডি’ বললেও অত্যুক্তি হয় না।  করণ জোহর, সালমান খান, মহেশ ভাট থেকে শুরু করে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকেও ছাড় দেননি কঙ্গনা। ইন্ডাস্ট্রির ডাকসাইটে এই তারকারা ‘নেপোটিজমের ঝাণ্ডাধারী’ বলে কটাক্ষও করেছেন অভিনেত্রী। সুশান্তকে অবসাদের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রকাশ্যেই এদের দিকে নিশানা করেছেন তিনি। আর তার জেরেই সম্ভবত তার বক্তব্য জানার জন্য মুম্বাই পুলিশ এবার জেরা করবে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরিবারের সঙ্গে কঙ্গনা এখন মানালিতে আছেন। সেখান থেকে মুম্বাই ফিরলেই তাকে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। তার পক্ষে এখন আসা সম্ভব নয়। তাই কঙ্গনার মুম্বাইয়ের বাড়ির এক পরিচারকের হাতেই নোটিশ ধরিয়ে দিয়েছে পুলিশ।  

কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত, কিংবা কেনই বা এরকম চরম একটি সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি? জানা গেছে সেই প্রসঙ্গেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে কঙ্গনা রনৌতকে।

দিন কয়েক আগেই পদ্মশ্রী ফেরানোর হুঁশিয়ারি দিয়ে কঙ্গনা মন্তব্য করেছিলেন, ‘মুম্বাই পুলিশ আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদের জানিয়ে দিয়েছি, আমাকে জেরা করতে হলে মানালিতে কাউকে পাঠান, কেননা আমি গোটা লকডাউন জুড়েই এখানে পরিবারের সঙ্গে রয়েছি। কিন্তু ওরা তো এখনও কোনও আইনি নোটিস পাঠায়নি আমাকে! শুনুন, আমি সবটাই প্রকাশ্যে বলেছি, কোনও রাখঢাক নেই। তা প্রমাণ করেও দেখাতে পারি। আর মিথ্যে হলে পদ্মশ্রী ফিরিয়ে দেব। আমি নিজের কথা পালটাই না। ’

সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের একাধিক তারকাকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য নেটিজেনদের ব্যাপক সমর্থন পেলেও কঙ্গনাকে সমালোচনা করার চেষ্টা করেছেন ইন্ডাস্ট্রির কেউ কেউ। কঙ্গনার এই ‘রণং দেহি’ ভাবমূর্তিকে প্র্রসঙ্গে চিত্র্রনির্মাতা অনুরাগ কাশ্যপ বলেন, ‘কে এই নতুন কঙ্গনা আমি চিনি না। আগে ও আমার ভালো বন্ধু ছিল। আমার কাজের প্রশংসা করে অনেক কথা বলত। কিন্তু ওর এই রুদ্র রূপ আমার অচেনা। ’ তবে এই পোস্ট বুমেরাং হয়ে দাঁড়িয়েছে অনুরাগের জন্য। কারণ এর পরপরই তিনি ব্যাপকভাবে ট্রলড হচ্ছেন টুইটারে।

এদিকে, সুশান্তের মৃত্যুর তদন্তে পুলিশের নজরে রয়েছেন প্রখ্যাত চিত্র সমালোচক রাজীব মসনদও। তিনি নাম না করে সংবাদ মাধ্যমে সুশান্তের সমালোচনা করেছিলেন এর আগে। যা পড়ে বিমর্ষ হয়ে গিয়েছিলেন অভিনেতা। সেই বিষয়েই রাজীবকে জেরা করা হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।