ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সুশান্তের মৃত্যুর তদন্তে বয়ান দিতে চান কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
সুশান্তের মৃত্যুর তদন্তে বয়ান দিতে চান কঙ্গনা কঙ্গনা

ইতোমধ্যে ৪০ দিন অতিক্রান্ত হয়েছে সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার। গত ১৪ জুন এই বলিউড তারকার মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে।

 

সুশান্তের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যেই প্রায় ৩৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। এই মামলায় এখনও পর্যন্ত শমন পাঠানো হয়নি অভিনেত্রী কঙ্গনা রনৌতকে! সুশান্তের মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এবং সম্প্রতি রিপাবলিক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা।  

এদিকে এই মামলায় পেশাদার জগতের রেষারেষির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। আর শুরু থেকেই একাধিক বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে আঙুল তুলেছেন ‘কুইন’। আউটসাইডার সুশান্তকে ‘ফ্লপ স্টার’ তকমা দিয়ে তার ক্যারিয়ার ধ্বংশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন কঙ্গনা।  

টিম কঙ্গনার তরফে টুইট বার্তায় জানানো হয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে কোনো শমন পাঠানো হয়নি কঙ্গনাকে। গত দু’সপ্তাহে অভিনেত্রীর দিদি তথা ম্যানেজার রঙ্গোলির কাছে বেশ কয়েকবার ফোন গেছে ঠিকই কিন্তু এখনও শমন হাতে পাননি কঙ্গনা।  

যদিও এই মামলায় কঙ্গনা বয়ান রেকর্ড করতে চান বলে বারবার দাবি করা হচ্ছে। কিন্তু মুম্বাই পুলিশের তরফে নাকি কোনও সাড়া মেলেনি। রঙ্গোলি চান্দেলের সঙ্গে মুম্বাই পুলিশের কথোপকথনের একটি স্ক্রিনশটও এদিন প্রকাশ্যে আনা হয়।  

এবারই প্রথম নয়, এর আগেও সুশান্তের মৃত্যুর তদন্তে মুম্বাই পুলিশকে সাহায্য করতে চেয়েছেন কঙ্গনা। গত ২ জুলাই তার টিমের তরফে টুইট বার্তায় জানানো হয়েছিল, কঙ্গনাকে শমন পাঠায়নি মুম্বাই পুলিশ। তবে পাঠানো হলে তিনি স্বেচ্ছায় সবরকম সহযোগিতা করতে ইচ্ছুক।  

আপাতত মানালিতে রয়েছেন অভিনেত্রী। তদন্তকারীরা সেখানে পৌঁছে তার বয়ান না নিতে পারলে অনলাইনেও বয়ান রেকর্ড করতে কঙ্গনা রাজি আছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।