ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদের দ্বিতীয় দিন গান শোনাবেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
ঈদের দ্বিতীয় দিন গান শোনাবেন মাহফুজুর রহমান ড. মাহফুজুর রহমান

গত কয়েক বছরের মতো এবারও আসন্ন ঈদুল আযহায় নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলা টেলিভিশনে।

তিনি চ্যানেলটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

তার একক সঙ্গীতানুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হওয়ার কথা রয়েছে। এবারের অনুষ্ঠানটির নাম খুব শিগগিরই ঠিক করা হবে বলে জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।

প্রতিবারের মতো গানের ভিডিওতে এবারও মাহফুজুর রহমান নিজেই মডেল হবেন। একক সঙ্গীতানুষ্ঠানের জন্য বাছাইকৃত বেশ কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। বেশকিছু মৌলিক গান পরিবেশন করবেন তিনি। প্রেম, করোনা, যাপিত জীবনের নানা বিষয় নিয়ে গান করার কথা রয়েছে তার।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং  একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। গত ঈদুল আযহায় ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে দেখা যায় তাকে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।