ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘সূর্যবংশী’র পর ক্যাটরিনা কাইফের ‘ফোন ভূত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
‘সূর্যবংশী’র পর ক্যাটরিনা কাইফের ‘ফোন ভূত’ ‘ফোন ভূত’ সিনেমার অভিনেতা ত্রয়ী

অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত রোহিত শেঠির পুলিশি অ্যাকশন সিনেমা ‘সূর্যবংশী’ মুক্তির তারিখ করোনার কারণে পেছাতে পেছাতে এবার আগামী দিওয়ালিতে নির্ধারণ করা হয়েছে। সেটাও সম্ভব হবে কিনা সময়ই তা বলে দেবে।

তবে এরইমধ্যে ক্যাটরিনা কাইফের পরবর্তী সিনেমার ঘোষণা এসে গেল।  

‘সূর্যবংশী’র পর ক্যাটরিনা কাইফের পরবর্তী সিনেমা হবে ‘ফোন ভূত’। ফারহান আখতার প্রযোজিত সিনেমাটি পরিচালনা করবেন গুরমীত সিং। আর এতে ক্যাটের পাশাপাশি অভিনয় করবেন ইশান খাট্টার ও সিদ্ধান্ত চতুর্বেদী।

সূর্যবংশী মুক্তির জন্য দিওয়ালির পর্বকে নির্ধারণ করা হলেও বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তির তারিখ আবারও পেছানোর সম্ভাবনাই বেশি। আর এই অবসরে ফারহান আখতার এই তিন অভিনেতার সঙ্গে নতুন সিনেমার যৌথ ঘোষণা দিলেন।

ক্যাটরিনা বলেন, লকডাউনের মধ্যেই বড় একটি ঘোষণা দেওয়ার প্রস্তুতি চলছিল। ইশান খাট্টার নিশ্চিত করে বলেন, সিনেমার স্ক্রিপ্ট সত্যিই ফাটাফাটি।

এদিকে প্রথমবার সুপারহিরো সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। আলী আব্বাস জাফর পরিচালিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিতে ক্যাটই যে মূল নায়ক হিসেবে আবির্ভূত হবেন এটা পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।