ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

হিরো আলমের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
হিরো আলমের বিরুদ্ধে মামলা হিরো আলম

ঢাকা: শুটিংয়ে টাকা না দিয়ে মারধর করার অভিযোগে আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জুনিয়র আর্টিস্ট নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদীর জবানবন্দি গ্রহণের পর তেজগাঁও থানা পুলিশকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী মো. মকিম মণ্ডল বাংলানিউজকে বলেন, মারধরসহ কয়েকটি অভিযোগে দণ্ডবিধির ৩২৩/৩২৫/৩৭৯ ও ৫০৬ ধারায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত তেজগাঁও থানা পুলিশকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
কেআই/এসআই
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।