ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজনে গানচিত্রে কাজী শুভ’র ‘দুঃখ দিলা’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
ঈদ আয়োজনে গানচিত্রে কাজী শুভ’র ‘দুঃখ দিলা’ কাজী শুভ

ঈদ উপলক্ষে খুব শিগগির আসছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর ‘দুঃখ দিলা’ শিরোনামের গান-ভিডিও। এন আই বুলবুলের কথায় গানটি সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ।

এরই মধ্যে মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন রোহান মাহমুদ। অভিনয় করেছে জামশেদ শামিম ও আশপিয়া ওহী। মিউজিক ভিডিওটি প্রকাশ করবে আরসিটি এন্টারটেইনমেন্ট। প্রযোজনা প্রতিষ্ঠানটি মিউজিক ভিডিওটি নিয়ে দারুন আশাবাদী।  

এ গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘ঈদে আমার বেশ কয়েকটি গানের ভিডিও প্রকাশ হবে। এর মধ্যে এই গানের ভিডিওটিও থাকছে। এটি নিয়ে আমি আশাবাদি। গানটির কথা ও সুর সবার মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস। ’

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।