ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘ছিছোরে’ দেখে সুশান্তের আরও এক ভক্তের আত্মহত্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
‘ছিছোরে’ দেখে সুশান্তের আরও এক ভক্তের আত্মহত্যা ‘ছিছোরে’ সিনেমার একটি দৃশ্যে সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে আবারও এক বিয়োগান্তক ঘটনা ঘটলো ভারতের ছত্তিশগড়ে। সুশান্তের মৃত্যুশোক সইতে না পেরে আরও এক ভক্ত আত্মহত্যা করেছে।

মৃত্যুর ঠিক আগে সুশান্ত অভিনীত ‘ছিছোরে’ সিনেমাটি দেখেছিল ১১ বছর বয়সী এক কিশোরী। তারপরই সুইসাইড নোট রেখে গলায় ফাঁস দেয় সুশান্তের এই অবুঝ ভক্ত।  

‘ছিছোরে’ সিনেমায় সুশান্ত তার দর্শকদের জীবনদর্শনের পাঠ দিয়েছিলেন, শিখিয়েছিলেন জীবনে চড়াই-উৎরাইয়ের মাঝেও কীভাবে ফিনিক্স পাখির মতো আবারও ডানা ঝাপটাতে হয়। কিন্তু রিল লাইফের সেই কাহিনিকে মিথ্যে করে দিয়েই গত ১৪ জুন সুশান্ত বিদায় নিয়েছেন পৃথিবী থেকে।  

ঠিক একমাস ১০ দিন হতে চললো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। এখনও শোকবিহ্বল অনেকেই। গত এক মাসে প্রিয় বলিউড অভিনেতার চলে যাওয়ার শোক কাটিয়ে উঠতে না পেরে তার অনুকরণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন একাধিক অনুরাগী।  

সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’ মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৩ জুলাই) আবারও এক সুশান্তভক্তের আত্মহত্যার খবর প্রকাশ্যে এলো। ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের। ১৩ বছরের এক কিশোরী সুশান্ত মারা যাওয়ার দুঃখ সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন। এদিন দুর্গ জেলার ভিলাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় ক্লাস সেভেনের ওই ছাত্রীর মৃতদেহ।

পুলিশ সূত্রে খবর, মেয়েটির ঘর থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে সে পরিষ্কার লিখে গেছে, সুশান্তের মৃত্যুর শোক সামলাতে না পেরেই নিজের জীবন শেষ করে দিচ্ছে সে। মেয়েটির পরিবারের সদস্যরাও জানিয়েছেন, সে সুশান্তের প্রচণ্ড ভক্ত ছিল। অভিনেতার মৃত্যুর পর থেকেই সারাদিন তার অভিনীত ছবি, গান এবং ভিডিও দেখতো। তবে ওই সুইসাইড নোট মেয়েটিরই লেখা কিনা পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।