ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘ফোকলোর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘ফোকলোর’

পপ তারকা টেইলর সুইফট হঠাৎ করেই তার নতুন অ্যালবাম ‘ফোকলোর’ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি অ্যালবামের গানগুলির মিউজিক ভিডিও ও লিরিক ভিডিও প্রকাশ করেছেন।

 

তবে এবার টেইলর সুইফটের গায়কির পরিপক্কতা দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। বিগত অ্যালবামগুলোর তুলনায় এখন তিনি আরও পরিণত গায়িকা।  

চলতি বছরের প্রথম অ্যালবাম প্রকাশ করলেন টেইলর। আর স্টুডিও অ্যালবামের মধ্যে এটা তার অষ্টম পরিবেশনা।

টেইলর সুইফটের নতুন অ্যালবাম প্রশংসা কুড়াচ্ছে বে। কেউ যদি ইতোপূর্বে এই পপশিল্পীর ভক্ত না হয়েও থাকেন, তবুও এবার নির্ঘাত তার ভক্ত হয়ে যাবেন বলেই মনে করছেন বোদ্ধারা।  

করোনা ভাইরাস মহামারির মধ্যে লকডাউনে নিজেকে দারুণভাবে বিকশিত করেছেন টেইলর সুইফট। বিশেষভাবে দর্শকপ্রিয়তা পাচ্ছে অ্যালবামের ‘কার্ডিগান’ গানটি। এর মিউজিক ভিডিও রীতিমতো মুগ্ধ করছে দর্শকশ্রোতাদের।

সামাজিকমাধ্যমে টেইলর সুইফট লেখেন, আইসোলেশনে থাকার সময় আমার কল্পনার পরিধি যেন বন্য হয়ে গিয়েছিল। আর তার পরিণতি হলো এই অ্যালবাম। চেতনার প্রবাহের মতো গান আর গল্পের সংগ্রহ সমৃদ্ধ হয়ে উঠেছিল। এ থেকে বেরিয়ে আসতে কলম ধরাই ছিল আমার উপায়। আমার সব গল্পকে প্রেম, বিস্ময় আর খেয়াল মিশিয়ে এই গানগুলোতে বলেছি। এখন এটা আপনাদের দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।