ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

দুই বছর পর আসছে বেলাল খান ও নদীর নতুন গান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
দুই বছর পর আসছে বেলাল খান ও নদীর নতুন গান  বেলাল-নদী

দুই বছর বিরতির পর আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার-গায়ক বেলাল খান ও সেরাকণ্ঠ’খ্যাত গায়িকা মৌমিতা তাসরিন নদীর গাওয়া নতুন গান।  

গানের শিরোনাম ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’।

এর কথা লিখেছেন এ মিজান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন বেলাল খান। সংগীত করেছেন এমএ রহমান। ইতোমধ্যে গানের ভিডিও সম্পন্ন হয়েছে।
 
ঈদুল আজহা উপলক্ষে গান-ভিডিওটি বেলাল খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। স্টুডিও বেইজড ভিডিও তৈরি করেছে সোহেল তাজ।

এ সম্পর্কে বেলাল খান বলেন, ‘কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। নদীও  অনেক ভালো গেয়েছে। সর্বশেষ নদীর সঙ্গে আমার অচিনপুর গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছিল। দুই বছর পর আমার ও নদীর গাওয়া গান শুনতে পারবেন শ্রোতারা।  আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। ’

মৌমিতা তাসরিন নদী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড গানটি নিয়ে। সবমিলিয়ে দারুণ একটি গান হয়েছে। আমি  আশাবাদি, গানটি সবার ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।