ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তাপসী ও স্বরাকে কঙ্গনা বললেন, এসব আমাকে বলতে এসো না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
তাপসী ও স্বরাকে কঙ্গনা বললেন, এসব আমাকে বলতে এসো না স্বরা-কঙ্গনা-তাপসী

নিজের কাজের খবরের চেয়ে বিতর্কিত হয়েই সংবাদমাধ্যমের শিরোনামে ওঠে আসেন কঙ্গনা রনৌত। অর্থাৎ, কঙ্গনা মানেই যেন বিতর্ক! আর এ বিষয়টাতে স্বাভাবিকভাবেই সবাই অভ্যস্তও হয়ে গেছে।

এবার তাপসী পান্নু ও স্বরা ভাস্করকে ‘বি গ্রেড’ অভিনেত্রী বলে তৈরি করলেন নতুন বিতর্ক, যা থেকে একচুলও সরে আসতে নারাজ কঙ্গনা।  

নিজের অবস্থান থেকে না সরে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দিলেন সেই ব্যাখ্যাও। তিনি বলেন, ‘স্বরা ভাস্কর যখন সংবাদমাধ্যমে বলেন যে, তিনি সোনম কাপুরের খুব কাছের বন্ধু, তখন কেউ তা বিশ্বাস করেন না। কারণ সবাই ই জানেন, সত্যিটা কী। একইভাবে যখন তাপসী বলেন যে, বলিউডের সকলেই তাকে ভালোবাসেন, তখনও সবাই বুঝতে পারে- তিনি আদৌ সত্যি কথা বলছেন না। কঙ্গনার দাবি, কেউ কখনও তাপসীকে আলিয়া ভাট বা অনন্যা পাণ্ডের সঙ্গে একাসনে বসান না।

তাপসীর দিকে তর্জনী তুলে কঙ্গনা আরও বলেন, ‘যতই চেষ্টা কর না কেন- তুমি সবার চোখে সেই ‘বি গ্রেড’ অভিনেত্রী হিসেবেই পরিচিত হবে। কারণ আমি নিজে এ অভিজ্ঞতার শিকার। যদি মনে করো, তুমি আলিয়া-অনন্যাদের মতো বলিউডে যথাযথ মর্যাদাপূর্ণ হয়ে গেছে, তবে সেটা তোমার ভুল। ’

কঙ্গনা বলেন, অতীতে তিনিও অনেক চেষ্টা করেছেন নিজের ওপর থেকে ‘বি গ্রেড’ অভিনেত্রীর পদবী মুছে ফেলার। তার কথায়, ‘এ কথা সত্যি যে, শুরুর দিকে আমিও এই চেষ্টা করেছিলাম। সেই সময় নিজের চুল স্ট্রেট করেছি, ঠোঁট ফুলিয়ে রাখার জন্য তাতে বোটক্স পুরেছি, রাস্কেল’র মতো সিনেমা করেছি, বিকিনি পরে ফটোশট করেছি- প্রাণপণ চেষ্টা করেছি স্বীকৃতি পাওয়ার। চেয়েছি ম্যাগাজিনের কভার গার্ল হতে, পুরস্কার জিততে। কিন্তু সব চেষ্টাই বৃথা, কোনো কাজে আসেনি। আমি সেই ‘বি গ্রেড’ অভিনেত্রী’ই থেকে গেলাম।

এর আগে রিপাবলিক টিভি’র সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, ‘এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি বলতে চাইছি, আমার এখানে শুধু হারানোরই আছে। কারণ আমি জানি যে, আগামিকাল তাপসী পান্নু বা স্বরা ভাস্করের মতো কমপক্ষে ২০ জন অভাবী বহিরাগত দাঁড়িয়ে উঠে বলবে, ওহ! নেপোটিজম নিয়ে মাথাব্যথা রয়েছে শুধু কঙ্গনারই। আমরা কিন্তু করণ জোহরকে ভালোবাসি। যদি সত্যিই তোমরা করণ জোহরকে এত ভালোবাসো তাহলে কী কারণে দুজনেই এখনও ‘বি গ্রেড’ অভিনেত্রী হয়েই আছো? তোমরা দুজনেই আলিয়া ভাট বা অনন্যা পাণ্ডের থেকে দেখতে ভালো! তোমরা দুজনেই ভালো অভিনেত্রী। তা হলে কেন তোমরা কাজ পাও না? তোমাদের পুরো অস্তিত্বই তো নেপোটিজমের সপক্ষে প্রমাণ স্বরূপ। ইন্ডাস্ট্রি নিয়ে তোমরা খুশি, এসব আমাকে বলতে এসো না। ’

এদিকে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী পান্নু অভিযোগ করে জানান, কঙ্গনা ও তার বোন রঙ্গোলি মিলে তাপসীর ক্যারিয়ার নষ্ট করার চেষ্টায় মেতেছেন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ওএফবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।