ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

১০৪ বছর বয়সে হলিউড অভিনেত্রী অলিভিয়ার জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
১০৪ বছর বয়সে হলিউড অভিনেত্রী অলিভিয়ার জীবনাবসান অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড

হলিউডের সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড আর নেই। ১০৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার জীবনাবসান হয়েছে।

রোববার (২৬ জুলাই) প্যারিসের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

অলিভিয়া দে হাভিল্যান্ডের মুখপাত্র লিসা গোল্ডবার্গ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিএনএনকে বলেন, ‘দুইবারের অস্কার বিজয়ী অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সর্বশেষ জীবিত তারকা ১০৪ বছর বয়সে মারা গেছেন। প্যারিসে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। সেখানে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন। ’

হলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা ‘গোন উইথ দ্য উইন্ড’ (১৯৩৯)-এর অভিনেত্রী ছিলেন অলিভিয়া দে হাভিল্যান্ড। অনেক আগেই সিনেমাটি সংশ্লিষ্ট অন্যরা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে কালজয়ী সিনেমাটির জীবিত একমাত্র সাক্ষী ছিলেন অলিভিয়া। কিন্তু শেষ পর্যন্ত তিনিও চলে গেলেন।  

এই সিনেমার জন্য তিনি অস্কার জিতেছিলেন। এছাড়া তিনি পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

৫০ বছরের বেশি অভিনয় ক্যারিয়ারে প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন অলিভিয়া দে হাভিল্যান্ড। তার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।