ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে হাস্যরসাত্মক গল্পের নাটক ‘ভীমরথী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ঈদে হাস্যরসাত্মক গল্পের নাটক ‘ভীমরথী’

আসন্ন ঈদুল আজহায় টেলিভশনে প্রচার হবে হাস্যরসাত্মক গল্পের নাটক ‘ভীমরথী’।

জাহিদ বাবুলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা।

এতে অভিনয় করেছেন- এসএন জনী, গোলাম ফরিদা ছন্দা, নাবিলা ইসলাম, দোয়েল ম্যাশ, সেলিম রেজা, প্রহর সরকার, তারেকুল ইসলাম, পার্থসহ অনেকে।

নাটকটির গল্পে দেখা যাবে, দুই মেয়ে একটি বাসায় ভাড়া থাকেন। বাড়িওয়ালা তাদের বিভিন্ন সময় বিরক্ত করতেন। এদিকে দু’জনে একই অফিসে চাকুরি করেন। তাদের বস একজন মেয়ে। তিনি প্রতিদিন তাদের লেট হলে ১০ টাকা করে বেতন কাটেন। হঠাৎ মেয়ে বস একজন পুরুষকে নিয়োগ দেন।  দুই মেয়ে তার পিছনে লাগেন। ফলে দু’জনের বন্ধুত্বে ফাটল ধরে। দু’জনেই পুরুষ সহকর্মীকে নিজের করে নিতে বাড়িওয়ালার কাছে পরামর্শ চায়। এভাবে এগিয়ে চলে ‘ভীমরথী’ নাটকের গল্প।

নাটক প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা বাংলানিউজকে বলেন, নাটকটির গল্প ও নির্মাণ দর্শকদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে।  

‘ভীমরথী’ ঈদের ৫ম দিন রাত ৮টায় একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এমআরএ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।