ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

‘কিজি’র কাঁধে ঘুমিয়েই পড়েছিলেন ‘ম্যানি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
‘কিজি’র কাঁধে ঘুমিয়েই পড়েছিলেন ‘ম্যানি’

সুশান্ত সিং রাজপুতের স্মৃতিচারণায় বরাবরই কাতর সঞ্জনা সঙ্ঘী। ইনস্টাগ্রামে একের পর এক তার স্মৃতি রোমন্থন চলছেই।

সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’ শুটিং চলাকালীন নানান মুহূর্ত শেয়ার করে ভক্তদেরও হৃদয় ছুঁয়ে যাচ্ছেন সঞ্জনা।

শুক্রবার (২৪ জুলাই) ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘দিল বেচারা’। মুক্তির পর থেকেই সিনেমাটি প্রশংসার জোয়ারে ভাসছে। আইএমডিবি রেটিংয়ে সর্বোচ্চ ১০/১০ পেয়ে সর্বকালের রেকর্ড গড়েছে সিনেমাটি। আর সুশান্ত-ভক্ত ‍ও অনুরাগীদের আবেগে-মুগ্ধতায় কাঁদিয়েছে সিনেমাটি। কিজি বসু (সঞ্জনা) ও ম্যানি (সুশান্ত) ভক্তদের হৃদয়ে দারুণভাবে গভীর ছাপ রেখে গেছে।

সিনেমাটিতে সুশান্তের সহঅভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীর জন্য সিনেমাটি দেখার ধকল সহ্য করা মোটেও সহজ হয়নি। তিনি ইনস্টাগ্রামে তার অনুভূতি বরাবরই ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।  

সোমবার (২৭ জুলাই) সঞ্জনা সুশান্তের সঙ্গে তার একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। ‘তারে গিন’ গানটির শুটিং চলছিল তখন। তিনি লেখেন, ‘রাত সাড়ে চারটা। তারে গিন গানের শুটিং চলছিল। কাজের ফাঁকেই কিজির কাঁধে মাথা রেখে এক পশলা ঘুমিয়ে নিলেন ম্যানি। আর কিজি তার স্বভাবসুলভ চিন্তায় মগ্ন। ’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।