ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে জীবনের কথায় বাপ্পা ও বালামের একমাত্র গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
ঈদে জীবনের কথায় বাপ্পা ও বালামের একমাত্র গান .

ঈদকে ঘিরে অনেক সংগীতশিল্পীকে একাধিক গান প্রকাশ করতে দেখা যাচ্ছে। তবে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও বালাম শ্রোতাদের জন্য আলাদাভাবে একটি করে গান প্রকাশ করতে যাচ্ছেন।

দুইটি গানেরই কথা রবিউল ইসলাম জীবনের।  

বাপ্পা মজুমদারের গানটির শিরোনাম ‘মনটা ছুঁলেই বুঝবে’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সুর ও সংগীতায়োজন বাপ্পার নিজেরই। বালামের গানটি হলো ‘তুমি রূপ কথায়’। এর সুর-সংগীতায়োজন বালামেরই করা।  

ঈদের আগের দিন শুক্রবার (৩১ জুলাই) দুটি গানই প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এছাড়া দুটি গানই শোনা যাবে বিভিন্ন অ্যাপে।  

বালাম বলেন, জীবন ভাইয়ের সঙ্গে দারুণ একটি গান করেছি এবার। ক্যারিয়ারের শুরুতে আমি যে ধরনের গান করতাম এই গানে তার ছোঁয়া খুঁজে পাবেন শ্রোতারা। গান তৈরির পর ভিডিও এবং পোস্টার ডিজাইনও করেছি নিজেই। সব মিলিয়ে গত কয়েকটা দিন এই গান নিয়েই পড়েছিলাম।  

বাপ্পা মজুমদার জানান, অনেকদিন পর ফোক আঙ্গিকের গান করেছেন তিনি।

রবিউল ইসলাম জীবন বলেন, বাপ্পা ভাই ও বালাম ভাই দুজনই আমার প্রিয় মানুষ। এবারের ঈদে একসঙ্গে তাদের দুজনের জন্য গান লিখতে পেরে খুব ভালো লাগছে। খুব যত্ন করে, ভালোবাসা দিয়ে তারা গান দুইটি তৈরি করেছেন। আমাদের বিশ্বাস দুটি গানই শ্রোতাদের মনে টিকে থাকবে বহু দিন।

এর আগে বালামের ১০টি ও বাপ্পার ৫টি গানের কথা লিখেছেন জীবন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।