ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবার মামলা

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে প্ররোচনা দিয়েছেন তার কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তী, এমনই অভিযোগ এনে রিয়ার নামে মামলা করেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। বিহারের রাজীবনগর থানায় রিয়াকে ভারতীয় দণ্ডবিধির ছয়টি ধারায় অভিযুক্ত করে এফআইআর দায়ের করেছেন তিনি।

 

ভালোবাসার নাম করে সুশান্তের কাছ থেকে অর্থ আদায় করতেন রিয়া। এমনই অভিযোগ করা হয়েছে প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবীর বিরুদ্ধে। পাশাপাশি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে রিয়ার বিরুদ্ধে। সুশান্তের কাছ থেকে কয়েক দফায় রিয়ার পরিবার অর্থ আদায় করেছে বলেও অভিযোগ। অভিযোগে রিয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যসহ আরও ৫ জনের নাম রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।  

সুশান্তের বাবা কে কে সিংয়ের শারীরিক অবস্থা বর্তমানে ভাল নয়। সেই কারণে তিনি মুম্বাই গিয়ে লড়াই করতে পারবেন না। ফলে পাটনাতেই অভিযোগ দায়ের করেছেন। শিগগিরই বিহার পুলিশের চারজনের একটি তদন্ত দল রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই রওনা দেবে বলে জানা গেছে।

এদিকে সুশান্তের মৃত্যুর একমাস পর নিজের সামাজিক মাধ্যমে প্রথম স্ট্যাটাস শেয়ার করেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে সুশান্তের আত্মহত্যার ঘটনার তদন্তে সিবিআই তদন্তের অনুমতি দেন, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী। তবে এ নিয়ে সমালোচনার মুখেও পড়েন সুশান্তের বান্ধবী।

আরও পড়ুন: সুশান্তকে পাগলা গারদে পাঠাতে চেয়েছিল রিয়ার পরিবার!

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।