ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

একই দিনে দুই তারকার পতন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
একই দিনে দুই তারকার পতন অভিনেতা রাবি কোন্ডালা রাও ও অভিনেত্রী কুমকুম

চলে গেলেন দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা, লেখক, পরিচালক প্রযোজক রাভি কোন্ডালা রাও।  মঙ্গলবার (২৮ জুলাই৮৮ বছর বয়সী অভিনেতা হায়দ্রাবাদে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান

৬শ বেশি তেলুগু সিনেমায় কাজ করেছেন রাবি রাও। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে। চারশ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সংলাপ রচনাও করেছেন বেশ কিছু সিনেমায়। তেলুগু ফিল্ম ম্যাগাজিন ‘বিজয় চিত্র’তে সহযোগী সম্পাদকের দায়িত্বও পালন করেছেন প্রায় ২৪ বছর।

একই দিনে (২৮ জুলাই) চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কুমকুমও। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইট করেছেন অভিনেতা নাভেদ জাফরি।

মাদার ইন্ডিয়া, নয়া দওর, কভি আর কভি পার, উজালা, কোহিনূর, রাজা অউর রউনক-সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন কুমকুম

এদিকে, বলিউডের অ্যাকশন ডিরেক্টর পারভেজ খানের মৃত্যুর খবর পাওয়া যায় সোমবার (২৭ জুলাই) খিলাড়ি, এজেন্ট বিনোদ, বাজিগর, বদলাপুর, আন্ধাধুন-সহ অনেক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন পারভেজ খান। মাত্র ৫৫ বছরেই শেষ হয়ে যায় এই অ্যাকশন ডিরেক্টরের জীবন। তার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই বলিউড হারালো বর্ষীয়ান অভিনেত্রী কুমকুমকে

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।