ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সঞ্জয় দত্তের জন্মদিনে মুখ দেখালেন কেজিএফ-২’র অধীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
সঞ্জয় দত্তের জন্মদিনে মুখ দেখালেন কেজিএফ-২’র অধীরা

২৯ জুলাই সঞ্জয় দত্তের ৬১তম জন্মদিন। গত বছরের মতো এবারও জন্মদিনে ভক্তদের জন্য ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমায় অধীরা চরিত্রের ফার্স্ট লুক উন্মোচন করে চমক দিলেন সঞ্জয় দত্ত।

 

গত বছর জন্মদিনে অধীরা রূপে সঞ্জয় দত্ত প্রথম ধরা দেন। তিনি বলেন, ‘কেজিএফ সিনেমায় অধীরা চরিত্রটি অত্যন্ত ক্ষমতাবান। আপনারা যদি অ্যাভেঞ্জার্স সিনেমা দেখে থাকেন, তাহলে জানেন সেখানে থানোস কতটা শক্তিশালী। অধীরাও সেরকমই শক্তিশালী। কেজিএফ’র প্রথম পর্বে অধীরা কাহিনীর শেষ ভাগে এসেছিল। কিন্তু দ্বিতীয় পর্বে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী, আর বেশভূষাও হবে সেরকম। আমি অনেকদিন ধরে এরকম একটি চরিত্রেরই সন্ধান করছিলাম, আর সেটা পেয়েও গেলাম। ’

এবারের জন্মদিনেও অধীরা রূপে ‘কেজিএফ-২’র ফার্স্ট লুক ইনস্টাগ্রামে শেয়ার করে সঞ্জয় দত্ত লেখেন, এই সিনেমায় কাজ করতে খুবই ভালো লাগছে। আমার জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কিছু চাই না। কেজিএফ’র পুরো দলকে ধন্যবাদ জানাই। ভালোবাসা ও সমর্থন দিয়ে যেসব ভক্ত সবসময়ই আমাকে সিক্ত করেছেন, তাদের সবাইকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই।  

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার মাধ্যমে দক্ষিণী সিনেমায় সঞ্জয় দত্তের অভিষেক হবে। কানাড়া ভাষার এই সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালাম ভাষাতেও ডাবিং করা হবে।  

কেজিএফ’র প্রথম পর্ব ভারতে ২০১৮ সালের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পায়। বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়েছিল সিনেমাটি। এরপর প্রশান্ত নীল আবারও সিনেমাটির পরিচালক হয়ে দ্বিতীয় পর্বের কাজ এগিয়ে নিচ্ছেন। সিনেমাটি চলতি বছরের অক্টোবরে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।