ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেলো মৌসুমী মৌ’র ‘তুই বড় স্বার্থপর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
প্রকাশ পেলো মৌসুমী মৌ’র ‘তুই বড় স্বার্থপর’ .

নিজের প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের গায়িকা মৌসুমী মৌ। গানটির শিরোনাম ‘তুই বড় স্বার্থপর’।

বুধবার (২৯ জুলাই) অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি মুক্তি পেয়েছে। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। গানটির সংগীতায়োজন করেছেন এ আর সারোয়ার।

নিজের নতুন গান নিয়ে মৌসুমী মৌ বলেন, এবারের ঈদ একেবারে অন্যরকম। মহামারির কারণে আমরা সবাই রয়েছি আতঙ্কে। তবু এই হতাশা আর অন্ধকার সময়ে মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমার এই গান।

তিনি বলেন, এই গানটি আমার প্রথম মৌলিক গান। আমি আনন্দিত। আমি কেবল চেষ্টা করেছি। আপনারা পাশে থাকলে আগামীতে আরো ভালো করতে পারবো বলে আশা করি।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এইচএমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।