ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনা আক্রান্ত ‘বাহুবলী’খ্যাত পরিচালক এস এস রাজামৌলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
করোনা আক্রান্ত ‘বাহুবলী’খ্যাত পরিচালক এস এস রাজামৌলি

বলিউডে থাবা বসিয়ে এবার দক্ষিণেও প্রকট করোনা ভাইরাস। এবার খ্যাতনামা চিত্রপরিচালক এস এস রাজামৌলি কোভিড-১৯ পজিটিভ।

বুধবার (২৯ জুলাই) টুইটারে পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিজেই প্রকাশ করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলি। তবে এখন তাকে শুধু ‘দক্ষিণী’ বললে সম্ভবত ভুল হবে। ২০১৫ সালে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বকেই মাত করেছিলেন। ভিএফএক্স প্রযুক্তির এমন প্রয়োগের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র শিল্পে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন তিনি। তার হাত ধরেই অভিনেতা প্রভাস হয়ে ওঠেন ‘বাহুবলী’। আর রাজামৌলিও হয়ে ওঠেন কোটি কোটি সিনেপ্রেমীর কাছে প্রিয় একটি নাম।

বুধবার রাজামৌলি টুইট করে লেখেন, আমি ও আমার পরিবারের সদস্যরা কিছুদিন থেকেই অসুস্থবোধ করছিলাম। আমাদের অল্প জ্বরও ছিল। তাই সময় নষ্ট না করে আমরা করোনা টেস্ট করিয়েছি। আজ রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শমতো আমরা সকলেই হোম কোয়ারেন্টিনে আছি।

রাজামৌলির এই টুইটের পরই সামাজিকমাধ্যমে অগণিত ভক্ত উদ্বিগ্ন হয়ে বার্তা পাঠাতে থাকেন। প্রিয় পরিচালকের সুস্থতা ও আরোগ্য কামনা করেন ভক্তরা।

এরপরই রাজামৌলি আবারও টুইট করে আশ্বস্ত করেন তার ভক্তদের। তিনি লেখেন, আমরা সকলেই এখন ভাল আছি। করোনার গুরুতর লক্ষণ নেই। তবে সমস্তরকম সাবধানতা অবলম্বন করে চলছি। শুধু অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি, যাতে এরপর আমরা আমাদের প্লাজমা দান করতে পারি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।