ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নির্মাতা-অভিনেত্রী দম্পতির গল্পের নাটকে ফারহান-সারিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
নির্মাতা-অভিনেত্রী দম্পতির গল্পের নাটকে ফারহান-সারিকা সারিকা-ফারহান

দেশের খ্যাতিমান নির্মাতা চয়নিকা চৌধুরী এই ঈদে নিয়ে আসছেন নতুন নাটক ‘রৌদ্রছায়া’।  নাটকটির গল্প লিখেছেন কামরুল হাসান।

 

এর মূখ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা মুশফিক আর ফারহান ও সারিকা।  

এ নাটকের গল্প এগিয়েছে একজন নির্মাতা-অভিনেত্রী দম্পতির সম্পর্ক নিয়ে। পেশাগত কারণে বিভিন্ন সময় তাদের মধ্যে মনমালিন্য চলে। বনিবনা না হওয়ায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। কিন্তু ভক্তদের কাছে নিজেদের ইমেজ ঠিক রাখতে তারা দুজনই সুন্দরভাবে ফেসবুকে আগে থেকে পোস্ট দিয়ে জানাবে।  

সেই পোস্টে একে-অপরের সম্পর্কে ভালো ভালো কথা লিখবে। এই পোস্ট লেখার বিষয়কে কেন্দ্র করেই তাদের সম্পর্ক নতুন মোড় নেয়।
 
নাটকটি ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে। এরপর এটি উন্মুক্ত হবে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে। আলফা আই’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।