ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে জয় শাহরিয়ারের করোনাকালীন উপলব্ধির গান ‘নিয়তি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ঈদে জয় শাহরিয়ারের করোনাকালীন উপলব্ধির গান ‘নিয়তি’ জয় শাহরিয়ার

ঈদ আয়োজনে প্রকাশ পেলো সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন গান ‘নিয়তি’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের কথা ও সুর যথারীতি শিল্পীর নিজেরই।

 

এ গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘প্রত্যেক ঈদ আয়োজনেই উচ্ছ্বাস নিয়ে গান প্রকাশ করি। এবারও গান প্রকাশ পাচ্ছে, তবে উচ্ছ্বাসটা নেই আগের মতো। চলমান মহামারির সময়ে আমরা এক নতুন উপলব্ধির মুখোমুখি।  

‘এ গানে আমি আমার সেই উপলব্ধির কথাই বলেছি। আমার মনে হয়েছে, আমরা সভ্যতার নামে প্রকৃতির সঙ্গে যে বিরূপ আচরণ করে চলছি- তারই জবাবটা যেন করোনা মাধ্যমে দিচ্ছে আমাদের ধরণী। ’

গানটিতে গিটার বাজিয়েছেন মহান ফাহিম ও শব্দ বিন্যাস করেছেন নাবিদ সালেহীন নিলয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। চিত্রগ্রহণ করেছেন মইনুল হাসান লিপু। সম্পাদনা ও রঙ বিন্যাসের পাশাপাশি পরিচালনা করেছেন জয় শাহরিয়ার।  

জয় শাহরিয়ারের ‘নিয়তি’ সবাই দেখতে ও শুনতে পারবেন শিল্পীর ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শোনা যাবে বাংলাদেশের চারটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এগুলো হচ্ছে জিপি মিউজিক, স্প্ল্যাশ, ভাইব ও স্বাধীন।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।