ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজনে বাংলাদেশ থেকে প্রকাশ পাচ্ছে মধুরার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
ঈদ আয়োজনে বাংলাদেশ থেকে প্রকাশ পাচ্ছে মধুরার গান মধুরা ভট্টাচার্য

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ থেকে প্রকাশ পাচ্ছে কলকাতা ও মুম্বাইয়ের প্লেব্যাক সিঙ্গার মধুরা ভট্টাচার্যের গান। এর শিরোনাম ‘বৃষ্টি এলেই’।

গানটি মধুরার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শিশির। এর কথা লিখেছেন সবুজ সানী। রেজোয়ান শেখের সংগীতে গানটিতে সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী শিশির নিজেই। গানটি ধারণ হয়েছে মুম্বাইয়ের ‘গীতি অডিও ক্রাফট স্টুডিও’তে।  গানটি ঈদ আয়োজনে প্রকাশ পাচ্ছে শিল্পী শিশিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।  

মধুরা ভট্টাচার্য জি বাংলা ও স্টার জলসা সিরিয়ালে ‘বোঝে না সে বোঝে না’, ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’সহ বেশ কিছু সিরিয়ালের টাইটেল গানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন। কলকাতার চলচ্চিত্রের পাশাপাশি কাজ করছেন মুম্বাইয়েও।  

এ গান সম্পর্কে শিশির বলেন, ‘দারুণ পেশাদার একজন শিল্পী মধুরা। কাজটি সম্পন্ন করতে গিয়ে মধুরার সহযোগিতায় আমি মুগ্ধ। আশা করছি, শ্রোতারাও মুগ্ধ হবেন আমাদের গানটি শুনে। ’

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।