ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ট্রেলার নিয়ে এলো ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ১, ২০২০
ট্রেলার নিয়ে এলো ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’র ট্রেলার প্রকাশ পেল। ভারতীয় বিমানবাহিনির প্রথম নারী পাইলট গুঞ্জন সাক্সেনার সংগ্রামী জীবন ও কারগিল যুদ্ধে অবদানকে ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।

শুক্রবার (১ আগস্ট) ‘গুঞ্জন সাক্সেনা’র ট্রেলার প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সুপারস্টার শাহরুখ খান, অক্ষয় কুমারসহ অনেকেই। এই সিনেমা নিয়ে উচ্ছ্বাস সবার মধ্যেই। তবে হতাশ করেননি জাহ্নবী। ট্রেলারে সবাইকে দারুণভাবেই মুগ্ধ করেছেন ‘ধড়ক’ অভিনেত্রী।

গুঞ্জন সাক্সেনা চরিত্র রূপায়ন করেছেন প্রয়াত শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। সিনেমাটি তার ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করা হচ্ছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন, অঙ্গদ বেদী, পঙ্কজ ত্রিপাঠী, বিনীত কুমার সিং ও মানব বীজ।

শরণ শর্মা পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস ও জি স্টুডিওস।

‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমাটি ১২ আগস্ট ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।

দেখুন ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।