ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ট্রেলারে ‘অনেস্ট থিফ’ রূপে দুর্ধর্ষ লিয়াম নিসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২০
ট্রেলারে ‘অনেস্ট থিফ’ রূপে দুর্ধর্ষ লিয়াম নিসন

হলিউড অভিনেতা লিয়াম নিসন বিগত বেশ কয়েক বছর ধরে অ্যাকশন-থ্রিলার সিনেমা করছেন। এবার তার সবশেষ অ্যাকশন সিনেমা ‘অনেস্ট থিফ’র ট্রেলার প্রকাশ পেল।

‘অনেস্ট থিফ’ সিনেমায় নিসন একজন সাবেক ব্যাংক ডাকাত, তার নাম টম কার্টার। কিন্তু একটা প্রেম বদলে দেয় তাকে। অপরাধ জগত থেকে বেরিয়ে আসতে চান তিনি। ডাকাতি করা সব টাকা ফেরত দিয়ে কলুষমুক্ত হতে চান তিনি। বাকিটা জীবন প্রেমিকার সঙ্গে শান্তি ও নির্বিঘ্নে কাটাতে চায় টম কার্টার।

নিজেই ফোন করে এফবিআইকে বাড়িতে আনেন টম কার্টার। কিন্তু তারা ছিল দুর্নীতিপরায়ণ। সব টাকা তারাই রেখে দিতে চায়। কার্টার তাদের পরিকল্পনা ভেস্তে দিয়ে পালিয়ে যায়। কিন্তু এবার তার পেছনে তাড়া করে এফবিআই।

‘অনেস্ট থিফ’ ট্রেলারে দারুণ কিছু অ্যাকশন দেখা গেছে। তবে একে ঠিক নিসনের ‘ট্যাকেন’ সিনেমার অ্যাকশন থেকে আলাদা করা কঠিন। শুধু প্রেক্ষাপটটাই ভিন্ন মাত্র।

দেখুন ‘অনেস্ট থিফ’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।