ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনামুক্ত হলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
করোনামুক্ত হলেন কোয়েল মল্লিক কোয়েল মল্লিক

সপরিবারে করোনামুক্ত (কোভিড-১৯) হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।  রোববার (২ আগস্ট) এক টুইটে এ তথ্য জানিয়েছেন ওই অভিনেত্রী।

টুইটে কোয়েল মল্লিক লিখেছেন, ‘প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনো শব্দ আমাদের কাছে নেই। আমরা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছি। কোভিড পরীক্ষায় সব প্রতিবেদনে নেগেটিভ এসেছে। ’

এর আগে চলতি বছরের ১০ জুলাই কোয়েল মল্লিক এক টুইট বার্তায় জানিয়েছিলেন, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহসহ কোয়েল মল্লিক কোভিডের আক্রান্ত হয়েছেন। তারপর থেকে চিকিৎসকের পরামর্শে তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন।  

১৭ জুলাই দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করালে রঞ্জিত মল্লিকের নেগেটিভ আসে। কিন্তু বাকি সবার পজিটিভ আসে।

কোয়েল মল্লিকের বাবা বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক এবং স্বামী প্রযোজক নিসপাল সিং রানে। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। দুই মাস আগে সুখবর দিয়েছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার ঘর আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।