ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ আয়োজনে স্বীকৃতির কণ্ঠে লোকগান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
ঈদ আয়োজনে স্বীকৃতির কণ্ঠে লোকগান স্বীকৃতি

লোক ঘরানার নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। তার কণ্ঠের এই গানের শিরোনাম ‘লাগে কলিজায়’।

শাহ মিলাদুর আবেদ’র কথায় গানটির সুর করেছেন যৌথভাবে স্বীকৃতি ও মোবাশ্বির আহমেদ টান্না। নির্মিত হয়েছে গানের ভিডিও। এতে মডেল হয়েছেন সাকিল রাজ ও হুমায়রা মৌ। ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ।

নতুন এ গান প্রসঙ্গে স্বীকৃতি বলেন, ‘কথা-সুর ও সংগীত মিলিয়ে গানটি খুবই ভালো হয়েছে। পাশাপাশি গায়কীতেও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি, শ্রোতাদের হাতে বিচারের দায়িত্ব। আমি আশাবাদি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করবে। ’

বুধবার (৫ আগস্ট) দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশ পাচ্ছে শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠের নতুন গান ‘লাগে কলিজায়’।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।