ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেয়েছে জয়ের গানচিত্র ‘দোষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
প্রকাশ পেয়েছে জয়ের গানচিত্র ‘দোষ’ .

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী জয়ের ‘দোষ’ শিরোনামের একটি গান। রোমান্টিক ঘরনার গানটির কথা লিখেছেন লক্ষণ কুমার।

সুর ও সংগীতায়োজন রাজীব হোসাইনের।

সম্প্রতি ‘আই গ্লাস মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল গানটি প্রকাশিত হয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির ভিডিওতে মডেল হয়েছে জয় নিজেই। এছাড়া তার সঙ্গে রয়েছেন মডেল রিয়া।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী জয় বলেন, ‘দোষ’ গানটির কথা ও সুর অসাধারণ। বেশ সময় নিয়ে কাজটি করা। মূলত এটা মিউজিক্যাল ড্রামা। সারাক্ষণ ভালবাসার খুনসুটি আর মান অভিমানের অপূর্ব কথা দিয়ে সাজানো হয়েছে গানটি। আশা করছি গান-ভিডিও সবার ভালো লাগছে।

যে কোন বয়সের দম্পতি গানটি পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেন গীতিকবি লক্ষণ কুমার।  

সুরকার রাজীব বলেন, আমি সব সময় কাজের মান বজায় রাখার জন্য ভালো কথা নিয়ে কাজ করার চেষ্টা করি। কারণ ভালো কথার উপর সুরও ভালো করে করা যায়। ‘দোষ’ গানের সুরটা গতানুগতিক ধারার একটু বাইরে।

ভবিষ্যতে এমন আরো নতুন গান শ্রোতাদের উপহার দেবেন বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী জয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
জেআইএম/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।