ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

ডিজনি প্লাসে মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত ‘মুলান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২০
ডিজনি প্লাসে মুক্তি পাচ্ছে প্রতীক্ষিত ‘মুলান’

চলতি বছরে ইতোমধ্যে মুক্তি পাওয়ার কথা ছিল হলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘মুলান’। করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে বড় পর্দায় সিনেমাটি উপভোগের সুযোগ আর পাচ্ছে না দর্শক।

এবার ঘোষণা এলো, লাইভ-অ্যাকশন সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাসে।

ওয়াল্ট ডিজনি জানিয়েছে, তাদের লাইভ-অ্যাকশন ব্লকবাস্টার এবার সাবস্ক্রিপশন ভিত্তিক স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি প্লাসে অভিষেক করতে যাচ্ছে। আর এটা শুরু হচ্ছে প্রতীক্ষিত সিনেমা ‘মুলান’র মাধ্যমে। সিনেমাটি ৪ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

তবে ডিজনি প্লাসের গ্রাহকদের এ সিনেমাটি দেখতে হলে মাসিক ফি’র সঙ্গে আরও ২৯.৯৯ ডলার দিতে হবে। তবে যেসব এলাকায় ডিজনি প্লাস সহজলভ্য নয়, সেখানে সিনেমা হলে ‘মুলান’ দেখা যাবে।  

দেখুন ‘মুলান’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।