ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মা শিরোনামের গান নিয়ে আসছেন তামিম ইসলাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
মা শিরোনামের গান নিয়ে আসছেন তামিম ইসলাম তামিম ইসলাম

তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী তামিম ইসলাম। গাওয়ার পাশাপাশি সুর-সংগীতও করেন।

তরুণ এই গায়কের কণ্ঠে শিগগিরই প্রকাশ পাচ্ছে ‘মা’ শিরোনামের নতুন গান।

এ গান প্রসঙ্গে তামিম ইসলাম বলেন, অনেক দিন আগে থেকেই ‘মা’ নিয়ে গান করার ইচ্ছে পোষণ করি। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে নিজের মধ্যে ভালোলাগা কাজ করছে। অনেক শ্রম ও সময় নিয়ে কাজটি করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।

গাওয়ার পাশাপাশি গানটির সংগীতায়োজনও করেছেন তামিম। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর করেছেন মোহাম্মদ মিলন।

জানা গেছে, খুব শিগগিরিই শিল্পীর অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।