ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

করোনা সংক্রমিত রামেন্দু ও ফেরদৌসী মজুমদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
করোনা সংক্রমিত রামেন্দু ও ফেরদৌসী মজুমদার

নন্দিত নাট্যজন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন। স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন রামেন্দু মজুমদার।

তিনি জানিয়েছেন, অভিনেত্রী ও তার স্ত্রী ফেরদৌসী মজুমদারের জ্বর হয় গত ১৪ জুলাই। বেশ করোনা উপসর্গ তার মধ্যে দেখা দেওয়ায় ১৮ তারিখেই করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।  

অভিনেত্রীর কোভিড-১৯ পজিটিভ রেজাল্ট আসার সপ্তাহখানেক পরেই রামেন্দু মজুমদারের মধ্যেই করোনা উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করলে তারও ফলাফল পজিটিভ আসে।  

তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন রামেন্দু মজুমদার। এখন বেশ সুস্থই আছেন তারা। শিগগিরই তারা আবারও করোনা টেস্ট করাবেন। তার ভাষায়, ‘সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দুজনই সুস্থ আছি৷ সবাই দুশ্চিন্তা করবে বলে কাউকে তখন জানাইনি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।