ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

শাহীন সুমনের প্রথম ওয়েব সিরিজে জাহিদ হাসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
শাহীন সুমনের প্রথম ওয়েব সিরিজে জাহিদ হাসান শাহীন সুমন ও জাহিদ হাসান

ঢালিউডের খ্যাতনামা পরিচালক শাহীন সুমন প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন। ‘মাফিয়া- লেটস প্লে’ নামের সিরিজটিতে অভিনয় করতে যাচ্ছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান।

শাহীন সুমন নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী মঙ্গলবার (১১ আগস্ট) থেকে নারায়ণগঞ্জে ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে। আন্ডার ওয়ার্ল্ড ও ভালোবাসার গল্পে ১৫০ পর্বে এটি নির্মিত হবে।  

শাহীন সুমন বলেন, ‘বর্তমান বিশ্বে ওয়েব সিরিজের ব্যাপক চাহিদা রয়েছে। ডিজিটাল বিনোদন মাধ্যমগুলোতে দিনের পর দিন দর্শক বেড়েই চলছে। সবকিছু চিন্তা করে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। সব কাজ গুছিয়ে এনেছি। চলতি সপ্তাহে শুটিং শুরু করতে যাচ্ছি। যেহেতু করোনাকাল, তাই সকল স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করবো। ’
জাহিদ হাসান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমবার জাহিদ হাসানের সঙ্গে কাজ হতে যাচ্ছে। তিনি সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবেন। তার মত শক্তিমান অভিনেতাকে পেয়ে আমরা আনন্দিত। গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) চুক্তির কাজ সম্পন্ন হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি শিল্পীরাও চুক্তিবদ্ধ হবেন। দর্শকদের জন্য দারুণ কিছু চমক অপেক্ষা করছে। ’ 

‘মাফিয়া- লেটস প্লে’য়ে জাহিদ হাসান ‘ননী ভাই’ চরিত্রে অভিনয় করবেন। পর্দায় যাকে একজন খুব ক্ষমতাবান ব্যক্তি হিসেবে দেখা যাবে।  

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এটি মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ভয়েস টিভি ও অ্যাপে।
শাহীন সুমনের নিজের গল্পে ‘মাফিয়া- লেটস প্লে’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। নারায়ণগঞ্জের পর ঢাকা ও কক্সবাজারে সিরিজটির শুটিং হাওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।