ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে ভক্তদের সমবেত না হতে মহেশ বাবুর অনুরোধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
জন্মদিনে ভক্তদের সমবেত না হতে মহেশ বাবুর অনুরোধ মহেশ বাবু

ভারতের দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর জন্মদিন রোববার (৯ আগস্ট)। প্রতি বছর অসংখ্য ভক্তকে একত্রিত হয়ে তার জন্মদিন উদযাপন করতে দেখা যায়।

তবে এ বছর এমনটি না করতে অনুরাগীদের প্রতি অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।

মহেশ বাবু টুইটারে লেখেন, প্রিয় ভক্তদের কাছে একটি অনুরোধ রইলো। আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি ধন্য ও কৃতজ্ঞতা জানাই। আমার বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা যে সমস্ত ভালো কাজের উদ্যোগ নেন, তা সত্যই প্রশংসনীয়। যেহেতু আমরা এ বছর বৈশ্বিক মহামারির সঙ্গে লড়াই করছি, তাই সুরক্ষা অপরিহার্য। আমি আমার সব ভক্তদের অনুরোধ করছি, এবার আমার জন্মদিনে কোনও সামাজিক জমায়েত না করার জন্য। দয়া করে নিরাপদে থাকুন।

জন্মদিন উপলক্ষে এই তারকাও এবার নিজেও কোনো আয়োজন রাখছেন না।

মহেশ বাবুর পরবর্তী সিনেমা 'পারাসুরাম'। এটির পরিচালক সারকারু বারি পাতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি পেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।