ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সাজের সংগীতায়োজনে সুস্মিতা শারলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২০
সাজের সংগীতায়োজনে সুস্মিতা শারলিন সাজ ও শারলিন

সময়ের প্রতিভাবানা সংগীতশিল্পী সাজ আহমেদ শাহরিয়ার। গানের ভুবনে তার পদচারণা অনেক দিন থেকে।

তার সহধর্মিনী সুস্মিকা শারলিনও পরিচিত মডেল ও উপস্থাপিকা হিসেবে।

এই প্রথম সাজ আহমেদ শাহরিয়ারের সংগীতায়োজনে দুটি গানে কণ্ঠ দিলেন সুস্মিকা শারলিন। গান দুটি হলো ‘ঝিরি ঝিরি’ ও ‘টিপ টিপ চোখের পানি’।  

ঈদুল আজহায় প্রকাশিত হয়েছে সাজ আহমেদ শাহরিয়ারের একটি মিক্স অ্যালবাম। ১১টি গান নিয়ে সাজানো এই অ্যালবামটির নাম ‘সাজ ব্যান্ড’। এই অ্যালবামে থাকছে এই গান দুটি। অ্যালবামটিতে আরও গান করেছেন- দীপ, আনুশাহ, মিমি নাজনীন, লিজা, বেলাল খান ও নির্ঝর প্রমুখ।  

এ প্রসঙ্গে সাজ বলেন, ‘এই মিক্স অ্যালবামটি সাজানো হয়েছে ভিন্ন ধাচের কিছু গান নিয়ে। আর এখানে যারা কণ্ঠ দিয়েছেন, তারা প্রত্যেকে ভালো গান করেন। এর মধ্যে আমার স্ত্রী সুস্মিকা শারলিনও আছে। তার গান দুটিও ভালো হয়েছে। আশা করছি, এই অ্যালবামটি সকলের ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।