ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বুকে ব্যথা ও অক্সিজেন স্বল্পতা নিয়ে আইসিইউতে সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
বুকে ব্যথা ও অক্সিজেন স্বল্পতা নিয়ে আইসিইউতে সঞ্জয় দত্ত

হঠাৎ করেই বুকের মধ্যে অস্বস্তি ও রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন ‘মুন্নাভাই’খ্যাত বলিউড তারকা সঞ্জয় দত্ত।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হাসপাতালে ৬১ বছর বয়সী অভিনেতা দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা করা হয় যে তিনি কোভিড-১৯ আক্রান্ত কিনা। তবে রেজাল্ট নেগেটিভ আসে। এরপর আরটি-পিসিআর টেস্টেও ফল নেগেটিভ আসে।

সঞ্জয় দত্তের চিকিৎসক জানায়, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু তার অক্সিজেনের মাত্রা কেন নেমে গেল তা আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

এদিকে, মধ্যরাতে এক টুইট পোস্টে সঞ্জয় দত্ত বলেন, আমি সবাইকে নিশ্চিন্ত করতে চাই যে, আমি ভালো আছি। করোনা টেস্ট রেজাল্ট নেগেটিভ এসেছে। এখন আমি চিকিৎসকের পর্যবেক্ষণে আছি। দুয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব আশা করি। আপনাদের শুভ কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।