ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আজ টিভি পর্দায় সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
আজ টিভি পর্দায় সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’

বলিউডের সদ্যপ্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’ ওটিটি প্লাটফর্মে দর্শকপ্রিয়তার রেকর্ড গড়েছে। এবার সিনেমাটি টেলিভিশন প্রিমিয়ার হওয়ার জন্য প্রস্তুত।

অফলাইনে অগণিত দর্শকের উপভোগের জন্য ‘দিল বেচারা’ আসছে ছোট পর্দায়। রোববার (৯ আগস্ট) স্টার প্লাস চ্যানেলে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমাটি।  

গত ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’। মুক্তির দিনেই রেকর্ডের পর রেকর্ড গড়ে সিনেমাটি। কোটি কোটি ভিউয়ের সঙ্গে আইএমডিবি রেটিংয়ে ১০/১০ পেয়ে অনন্য নজির স্থাপন করে ‘দিল বেচারা’।

সিনেমাটি দর্শকদের হৃদয়ে শুধু দোলাই দেয়নি, অগণিত ভক্তদের কাঁদিয়েছে সুশান্তের অনবদ্য অভিনয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।