ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

গাঁটছড়া বাঁধলেন ‘বাহুবলী’খ্যাত রানা দগ্গুবতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২০
গাঁটছড়া বাঁধলেন ‘বাহুবলী’খ্যাত রানা দগ্গুবতি

‘বাহুবলী’র বল্লালদেব চরিত্রের জনপ্রিয় অভিনেতা রানা দগ্গুবতি ও ব্যবসায় উদ্যোক্তা মিহীকা বাজাজের আলোচিত বিয়ে সম্পন্ন হলো। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় হায়দ্রাবাদের রামনাইড়ু স্টুডিওসে তাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করা হয়।

 

করোনা মহামারির মধ্যে হাতে গোনা কয়েকজন কাছের বন্ধু-স্বজন আমন্ত্রিত ছিলেন দগ্গুবতির বিয়েতে। এদের মধ্যে রাম চরণ, আল্লু অর্জুন, নাগ চৈতন্য, ভেঙ্কটেশ, সামান্থা আক্কিনেনি প্রমুখ তারকা অভিনেতা উপস্থিত ছিলেন।

মারওয়ারি ও তেলুগু ঐতিহ্য অনুসারে অনুষ্ঠিত হয় রানা-মিহীকার বিয়ে। মিহীকার জুবিলি হিলসের বাড়িতে গায়ে হলুদ ও মেহেন্দি দিয়ে শুরু করে টানা তিনদিন ধরে তাদের উৎসব লেগেই ছিল।  

দগ্গুবতির স্ত্রী মিহীকার মা বান্টি বাজাজ হায়দ্রাবাদের একজন ওয়েডিং প্লানার। সুতরাং তার নিজের মেয়ের বিয়েতে দৃষ্টিনন্দন সাজসজ্জা ও জমকালো আয়োজন সবারই নজর কাড়ে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।