ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চিকিৎসার জন্য কাজে সাময়িক বিরতি নিচ্ছি: সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
চিকিৎসার জন্য কাজে সাময়িক বিরতি নিচ্ছি: সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত

হাসপাতাল থেকে বাসায় ফিরে সম্পূর্ণ বিশ্রামে আছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তবে তিনি এখনই কাজে ফিরছেন না।

তার আরো কিছু চিকিৎসা নিতে হবে। সেজন্য কাজে সাময়িক বিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই তারকা।

বিষয়টি জানিয়ে সঞ্জয় দত্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, সব বন্ধুদের শুভেচ্ছা। কিছু চিকিৎসা নেওয়ার জন্য কাজ থেকে আমি সাময়িক বিরতি নিচ্ছি। পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছে। আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি যেন তারা উদ্বিগ্ন না হয়। আপনাদের শুভকামনা ও ভালোবাসায় আমি আবার খুব দ্রুত ফিরে আসবো।  
তবে সঞ্জয় দত্ত এখন কী ধরনের চিকিৎসা নেবেন এবং আবার হাসপাতালে ভর্তি হবেন কিনা সে বিষয়ে কিছু উল্লেখ করেনি।  

গত শনিবার (৮ আগস্ট) বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ৬১ বছর বয়সী এই অভিনেতা। শ্বাসকষ্ট থাকায় তাকে করোনা আক্রান্ত সন্দেহ করা হয়েছিল। তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় সোমবার (১০ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নন।

সঞ্জয় দত্ত অভিনীত ‘সড়ক ২’ সিনেমাটি আগামী ২৮ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। মহেশ ভাট পরিচালিত-প্রযোজিত এতে অভিনয় করেছেন আলিয়া ভাট, পূজা ভাট ও আদিত্য রায় কাপুরসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।