ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে লোপা-মুনীরের কণ্ঠে ‘ছুঁয়ে দিলাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে লোপা-মুনীরের কণ্ঠে ‘ছুঁয়ে দিলাম’ লোপা-মুনীর

২০১৫ সালে মুক্তি পাওয়া শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় ব্যবহৃত হয় ‘ছুঁয়ে দিলাম’ শিরোনামের গানটি। সিরাজুম মুনীরের কথায় এতে কণ্ঠ দিয়েছিলেন নির্জো হাবিব।

সেই সময় গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছিল।  

সেই গানটিই এবার নতুন করে গাইলেন লোপা হোসাইন ও সিরাজুম মুনীর দম্পতি। প্রকাশ করলেন তাদের ৪র্থ বিবাহবার্ষিকী উপলক্ষে।  

এ গান প্রসঙ্গে লোপা হোসাইন বলেন, ‘৫ আগস্ট ২০২০ ছিল আমাদের ৪র্থ বিবাহবার্ষিকী। বিশেষ সেই দিনটিকে উপলক্ষে করেই গানটি নতুন করে আমরা গেয়েছি এবং শ্রোতাদের জন্য উপহার হিসেবে প্রকাশ করেছি। ’ 

প্রথমবার গানটির সংগীতায়োজন করেছিলেন সাজিদ সরকার। নতুন করে লোপা-মুনীরের গায়কীতে সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।

গেলো ৪ আগস্ট লোপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘ছুঁয়ে দিলাম’।  

২০১৬ সালের ৫ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন লোপা হোসাইন ও সিরাজুম মুনীর। এর পরের বছর অর্থাৎ ২০১৭ সালের ৫ আগস্ট প্রথম বিয়েবার্ষিকীতে প্রকাশ পায় তাদের দ্বৈতঅ্যালবাম ‘আত্মা সঙ্গী’। অ্যালবামের গানগুলোর কথা ও সুর করেন সীরাজুম মুনীর।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।