ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

আবারও মা হচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
আবারও মা হচ্ছেন কারিনা

বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ঘরে দ্বিতীয় সন্তান আসছে। বুধবার (১২ আগস্ট) তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন।

 

এক বিবৃতিতে সাইফ ও কারিনা বলেন, আমরা এটা ঘোষণা করতে পেরে খুব খুশি যে আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। ভালোবাসা ও সমর্থন নিয়ে পাশে থাকার জন্য আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।

২০০৮ সালে ‘তাশান’ সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ হয়েছিল সাইফ আলী খান ও কারিনা কাপুরের। কিছুকাল একসঙ্গে কাটানোর পর ২০১২ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের ছেলে তৈমুর আলী খানের জন্ম।  

এদিকে, কারিনা কাপুরকে আগামীতে দেখা যাবে আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’য়। এটি টম হ্যাঙ্কসের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল বলিউড রিমেক।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।