ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

মাথায় জখম হয়ে আহত পূজা চেরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
মাথায় জখম হয়ে আহত পূজা চেরি

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পূজা চেরি মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লেগে জখম হয়।

এতে বেশ রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রীর মা।

জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ঘুমানোর আগে ফ্রেশ হতে বাথরুমে যান পূজা। কিন্তু বের হবার সময়ই ঘটে বিপত্তি। পা পিছলে পড়ে গিয়ে মাথায় জখম হয় তার। পূজার চিৎকারে বাসার সবাই ছুটে আসেন। বাথরুমে পড়ে ছিলেন তিনি। তাকে ধরে শোবার ঘরে নিয়ে যান পরিবারের সদস্যরা।

পূজার পরিবার থেকে জানানো হয়, গভীর রাত এবং করোনা পরিস্থিতির কারণে তাৎক্ষণিক কোনো হাসপাতালে নেওয়া হয়নি অভিনেত্রীকে। তবে পারিবারিক ডাক্তারের পরামর্শে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পূজাকে আপাতত কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।

এদিকে সম্প্রতি সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘হৃদিতা’য় অভিনয়ের জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। সেপ্টেম্বর মাসেই সিনেমাটির শুটিং ফ্লোরে পা রাখবেন পূজা চেরি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।