ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

সচেতনতামূলক বিজ্ঞাপনে তাহসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
সচেতনতামূলক বিজ্ঞাপনে তাহসান তাহসান

বিজ্ঞাপনে নিয়মিতই দেখা যায় গায়ক-অভিনেতা তাহসান খানের উপস্থিতি। এখন চলছে করোনাকাল।

তাই এ সময়ে জনসচেতনতার লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।

হ্যাঁ, শিগগিরই একটি গ্রুপ অব কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘চলমান করোনার কারণে আমাদের সবার জীবনে এখন হ্যান্ড স্যানিটাইজার একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। তাই এই বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার আহ্বান জানানো হয়েছে। এই ছোট অথচ গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের এই মহামারির কবল থেকে সুরক্ষিত রাখতে পারে। ’

জানা গেছে, করোনাকালীন সময়ে নিরাপদ থাকার লক্ষ্যে জনসচেতনতামূলক এ বিজ্ঞানটি নির্মাণ করেছে আয়োজক প্রতিষ্ঠান। আর এতে তাহসান যুক্ত হওয়ায় এ উদ্যোগ সফল হবে বলে আশাবাদি তারা।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।