ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পাবলিক খালি কবিতা, গল্প, নাটক, সিনেমায় অশ্লীলতা খুঁজে পায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
পাবলিক খালি কবিতা, গল্প, নাটক, সিনেমায় অশ্লীলতা খুঁজে পায় মারজুক রাসেল

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে সবসময় ভক্ত-অনুরাগীদের নেক নজরে থাকেন কবি, গীতিকবি ও অভিনয়শিল্পী মারজুক রাসেল। তার ‘ইঙ্গিত করে বলা’ পোস্টগুলোর মাধ্যমে কখনো আলোচনায় আবার কখনো পড়েন সমালোচনায়।

তবে সব কিছুর উর্ধ্বে মারজুক একান্তই তার মতো। মানে, নিজের মতো ভাবেন-বলেন এবং চলেন।

সম্প্রতি বেশ কয়েকটি নাটকের অভিনয় নিয়ে আলোচনার পাশপাশি সমালোচনা শুনতে হচ্ছে এই তারকাকে। তবে এসব সমালোচনাকে ‘স্ট্রেইট ড্রাইভ’ খেলে সরাসরি মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন তিনি। অবশ্য এখানেও রয়েছে তার যুক্তিক প্রাসঙ্গিকতা, দিলেন সাবলীল ব্যাখ্যাও।

হ্যাঁ, সমালোচনার উত্তরে প্রশ্ন ছুড়ে দিয়ে নিজের ফেসবুক পোস্টে মারজুক লেখেন, পাবলিক খালি কবিতা, গল্প, নাটক, সিনেমায় অশ্লীলতা খুঁজে পায়! দুর্নীতি অশ্লীল না? হত্যা, গণহত্যা অশ্লীল না? খাদ্যে ভেজাল অশ্লীল না? ঘুষ নেওয়া অশ্লীল না? ঠকানো অশ্লীল না? বন উজাড় অশ্লীল না? অবৈধ দখল অশ্লীল না? ড্রাগ ক্রয়-বিক্রয় অশ্লীল না? চোরাচালান অশ্লীল না? দাম্পত্যকলহ অশ্লীল না? মিথ্যা বলা অশ্লীল না? শিল্পকর্মের কপিরাইটের অর্থ আত্মসাৎ অশ্লীল না? এইরকম লক্ষ-কোটি ‘অশ্লীল না’ আমাদের ক্লান্ত ক্লান্ত ক্লান্ত করে।  

এই পোস্টে ১৪ হাজারেরও বেশি মানুষ ঐক্যমত প্রকাশ করেছেন। একইসঙ্গে মন্তব্যের মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ৭‘শ ৭৭ জন, শেয়ার হয়েছে ২ হাজার ৩‘শ জনেরও বেশি।

মানে, ইতোমধ্যে পোস্টটি ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন জন শেয়ার ও স্ক্রিনশট ব্যবহার করে পোস্ট করছেন। মন্তব্য যাচাই করে দেখা গেছে, অধিকাংশের অভিমত মারজুক যে সমস্ত বিষয় নিয়ে এসেছেন, সেসব অন্যতম অশ্লীল, যা থেকে মুক্তির পথ খোঁজা অতি জরুরি।  

মারজুক রাসেল এবারের ঈদ আয়োজনে বেশ কিছু নাটকে কাজ করেছেন, যেগুলোর লুক তাকে নাটক মুক্তির আগেই আলোচনায় নিয়ে আসে। নাটকগুলো হলো- মাবরুর রশিদ বান্নাহর ‘আমার অপরাধ কী’, আলোক হাসানের ‘চিলে কোঠার বাদশা’, কাজল আরেফিন অমির ‘মাস্ক’, সহিদ উন নবীর ‘কুফা’, ইমরাউল রাফাতের ‘বাঘের খাঁচা’, হিমু আকরামের ‘বেদানা বিবির বিন্নি’, হাসিব হোসাইন রাখির ‘পেইন-ড্রাইভ’, মাইদুল রাকিবের ‘গরুর মাংস’, নাজমুল রনির ৭ পর্বের ধারাবাহিক ‘কে-কম্পানি’।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।