ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

জাতীয় শোক দিবসে টুটুলের গানচিত্র 'পিতা' 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
জাতীয় শোক দিবসে টুটুলের গানচিত্র 'পিতা'  .

মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পরাজিত দেশ, বিদেশি শক্তি এবং ঘাতক চক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করে। দিনটি বাঙালির জাতীয় শোক দিবস।

শনিবার (১৫ আগস্ট) জাতি শোকাতুর হৃদয়ে শ্রদ্ধাভরে জনককে স্মরণ করছে।

মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে এস আই টুটুলের কণ্ঠে ‘পিতা’ শিরোনামের একটি গান।
এরই মধ্যে গানচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন টেলিভিশনের পর্দায় প্রচার হচ্ছে।

গানটির কথা লিখেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সুর ও কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল।

বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন সম্রাট আজাদ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এইচএমএস/জেআইএম/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।