ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

তারকা ঝলমলে নিহারিকার বাগদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
তারকা ঝলমলে নিহারিকার বাগদান

তেলুগু অভিনেত্রী-প্রযোজক নিহারিকা কোনিডেলার বাগদান সম্পন্ন হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। আর তারা ঝলমলে এই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হন তেলুগু সুপারস্টার রাম চরণ, আল্লু অর্জুন, মেগাস্টার চিরঞ্জীবীসহ অনেকেই।

 

তেলুগু বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক নাগেন্দ্র বাবুর মেয়ে এবং অভিনেতা বরুণ তেজ’র বোন হলেন নিহারিকা। তার আরও একটি বড় পরিচয় আছে। তিনি দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী ও পবন কল্যাণের ভাইঝি। তেলুগু সুপারস্টার রাম চরণ (চিরঞ্জীবীর ছেলে), সাই ধরম তেজ ও আল্লু অর্জুন তার ভাই। তাই নিহারিকার বিয়েতে পরিবার-স্বজনদের উপস্থিতি যেন এক তারকা সমাবেশে পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিরঞ্জীবীও।

রাম চরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিডেলা ইনস্টাগ্রামে এই বাগদান অনুষ্ঠানের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান। ছবি শেয়ার করেন আল্লু অর্জুনও।

গেল জুন মাসেই নিহারিকা তার ভালোবাসার মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সামাজিক মাধ্যমেও শেয়ার দেন দু’জনের ছবি। তারপরই সে সম্পর্ক বিয়েতে গড়ালো।  

নিহারিকা কেনিডেলা টিভি উপস্থাপিকা হিসেবে তার শো’বিজ ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ওয়েব শো’কে অভিনয় করেন। তার প্রোডাকশন প্রতিষ্ঠান পিঙ্ক এলিফ্যান্ট পিকচারস অনেকগুলো ওয়েব শো নির্মাণ করে। তার অভিনীত প্রথম সিনেমা ‘ওকা মানাসু’ (২০১৬)। সবশেষ তাকে চিরঞ্জীবী অভিনীত ও রাম চরণ প্রযোজিত আলোচিত সিনেমা ‘সাই রা নরসিংহ রেড্ডি’তে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।