ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

বাপ্পার সুরে গাইলেন এ আই রাজু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বাপ্পার সুরে গাইলেন এ আই রাজু .

সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর দ্বিতীয় রানার আপ হয়ে আলোচনায় আসেন সংগীত শিল্পী এ আই রাজু। নিয়মিত শ্রোতাদের জন্য তিনি প্রকাশ করছেন নতুন নতুন গান।

সে ধারাবাহিকতায় আবারো নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন রাজু। গুণী শিল্পী বাপ্পা মজুমদারের সুরে ‘বিদায় বলো না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। আগামী ৪ সেপ্টেম্বর গানটি প্রকাশ পাবে।

গানটি প্রসঙ্গে রাজু বলেন, আমার নতুন গানটির সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার দাদা। তিনি আমাদের প্রজন্মের কাছে দারুণ এক আবেগের নাম। তার সঙ্গে গান করারা আমার ক্যারিয়ারের বিশেষ ব্যাপার।

‘বিদায় বলো না’ শিরোনামের গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে আশা প্রকাশ করেন এই গায়ক।

জানা যায়, ‘স্টুডিও এআইআর’ নামের ইউটিউব চ্যানেলে রাজুর গানটি ভিডিও আকারে প্রকাশ পাবে। ভিডিওতে মডেল হয়েছেন রুহি আফরোজ, অর্ণব খান ও আকলিমা লিজা। এলিমেন্ট এক্সের ব্যানারে নির্মিত ভিডিওটি পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল। এরইমধ্যে প্রকাশ পেয়েছে টিজার।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।