ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

চুপিচুপি বিয়ে সারলেন অভিনেত্রী মানালি ও পরিচালক অভিমন্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
চুপিচুপি বিয়ে সারলেন অভিনেত্রী মানালি ও পরিচালক অভিমন্যু

টলিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক-চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়ের প্রেম চলছিল অনেকদিন ধরেই। তবে এবার ঘোষণা না দিয়েই বিয়ে সেরে ফেললেন এ জুটি।

ঘটা করে আনুষ্ঠানিক বিয়ে না হলেও আপাতত আইনি বিয়ে সেরে ফেলেছেন দু’জনে।  

ইনস্টাগ্রামে নিজেই সে ছবি শেয়ার করেছেন মানালি। ক্যাপশনে লিখেছেন, ‘রেজিস্টার্ড’।

View this post on Instagram

Registered ?♥️

A post shared by manali dey (@manali_manisha) on

আইনি বিয়ের দিন একেবারে সাদাসিধে পোশাকেই দেখা গেল বর ও কনে দু’জনকেই। মানালির পরনে সালোয়ার। পরিচালক অভিমন্যুও আইনি বিয়ের দিনে সাধারণ পোশাকেই উপস্থিত।

২০১২ সালে প্রথমবার সাতপাকে বাঁধা পড়েছিলেন মানালি। সেবার অবশ্য ঘটা করেই গায়ক সপ্তক ভট্টাচার্যের গাঁটছড়া বাঁধেন তিনি। বেশ কয়েকবছর সংসারও করেন। কিন্তু আচমকাই ফাটল ধরে দাম্পত্যে। বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মানালি ও সপ্তক। ২০১৬ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় তাদের।  

এরপর বেশ কিছুদিন কাজ থেকেও বিরতি নিয়েছিলেন মানালি। তারপর আবারও পর্দায় ফেরা। ২০১৭ সালে অভিমন্যু পরিচালিত ‘নিমকি ফুলকি’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী। এর সুবাদেই দুজনের সুসম্পর্ক গড়ে ওঠে। তবে অভিমন্যু কিংবা মানালি কেউই সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি। পরিবর্তে মানালির ইনস্টাগ্রাম শুধুই যেন অভিমন্যুময়।  

অভিমন্যুর সঙ্গে সুন্দর মুহূর্তের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মানালি। ঠিক যেমন বাদ পড়েনি আইনি বিয়ের ছবিও। আর তাই শুভানুধ্যায়ীরাও শুভেচ্ছায় সিক্ত করছেন তাদের।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।