ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

নিশিকান্ত বেঁচে আছেন, জানালেন রিতেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
নিশিকান্ত বেঁচে আছেন, জানালেন রিতেশ

সোমবার (১৭ আগস্ট) সকালে নন্দিত চিত্রপরিচালক-অভিনেতা নিশিকান্ত কামাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।   হায়দ্রাবাদের একটি হাসপাতালে তিনি মারা গেছেন বলে খবর প্রকাশিত হয় ভারতীয় সংবাদমাধ্যমে।

তবে এটি সত্য নয় বলে জানিয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ।  

জানা যায়, যকৃতের সমস্যায় আক্রান্ত হয়ে হায়দ্রাবাদের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ৫০ বছর বয়সী চিত্রনির্মাতা নিশিকান্ত।  

এর আগে সকালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তার মৃত্যুর খবর দিয়েছিলেন মারাঠি অভিনেতা জয়ন্ত ওয়াদকর। তিনি বলেন, নিশিকান্ত কামাতের ঘনিষ্ঠ সহযোগী-প্রযোজক অজয় রাইয়ের সঙ্গেই ছিলাম আমি। আজ (১৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে হায়দ্রাবাদে নিশিকান্ত মারা গেছেন। তার মরদেহ মুম্বাই আনার প্রক্রিয়া চলছে।  

তবে এর কিছুক্ষণ পরেই জানা যায়, নিশিকান্ত মারা যাননি। এক টুইটার পোস্টে রিতেশ দেশমুখ বলেন, ‘নিশিকান্ত কামাৎ ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তিনি এখনও বেঁচে আছেন এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন। আসুন, তার জন্য আমরা প্রার্থনা করি। ’

চিত্রপরিচালক হিসেবে নিশিকান্ত অভিষেক করেন ২০০৫ সালে মারাঠি সিনেমা ‘দোম্বিবালি’র মাধ্যমে। আর অভিষেক সিনেমাটিই সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নেয়। তবে অভিনয়টা তিনি শুরু করেছিলেন আরও এক বছর আগেই। সেটি ছিল হিন্দি সিনেমা ‘হাওয়া আনে দে’ (২০০৪)।

বলিউডে নিশিকান্ত নির্মিত প্রথম সিনেমা ২০০৬ সালের মুম্বাই বোমা বিস্ফোরণ ঘটনাকেন্দ্রিক ‘মুম্বাই মেরি জান’ (২০০৮)। এরপর একে একে অনেক হিট সিনেমা তিনি পরিচালনা করেছেন। এর মধ্যে ‘ফোর্স’, ‘দৃশ্যম’, ‘রকি হ্যান্ডসাম’ ও ‘মদারি’ অন্যতম।  

নিশিকান্ত অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ড্যাডি’, ‘রকি হ্যান্ডসাম’, ‘জুলি ২’ ও ‘ভবেশ জোশি’। এছাড়া তিনি ‘দ্য ফাইনাল কল’ ও ‘রঙবাজ ফিরসে’ নামের দুই ওয়েবসিরিজ প্রযোজনাও করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।