ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পরিচালক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
পরিচালক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত শুভশ্রীর সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তী

কলকাতা: এবার করোনা আক্রান্ত হলেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার (১৭ আগস্ট) নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন তিনি।

টুইটারে রাজ চক্রবর্তী লেখেন, 'আমি কোভিড-১৯ পজিটিভ। কিন্তু আমার বাবা হাসপাতালে থাকাকালীন লালারসের নমুনা পরীক্ষা করা হয় দু'বার। কিন্তু দু'বারই সেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে বর্তমানে গোটা পরিবার হোম কোয়ারেন্টিনে রয়েছি। '

রাজ আরও জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ হওয়ায় স্ত্রী শুভশ্রীসহ বাকিদের কোভিড-১৯ টেস্ট করানো হবে খুব তাড়াতাড়ি।

প্রসঙ্গত, শুভশ্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরেই মা হতে চলেছেন তিনি, একথা শুভশ্রী নিজেই জানিয়েছে সামাজিক মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২০
ভিএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।